চাঁদপুর

‘চাঁদপুরের মানুষের যে মন মানসিকতা রয়েছে তা অন্য জেলায় নেই’

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘চাঁদপুর জেলা শহর অনেক প্রশংসনীয়। এখানকার মানুষ প্রশাসনকে সহযোগিতার জন্য সব সময় প্রস্তুুত থাকেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের কার্যকমকে সহযোগিতা করার জন্য এ শহরের মানুষের যে মন মানসিকতা রয়েছে তা’ অন্য কোন জেলায় পাওয়া যায় না।’

রোববার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অধিভুক্ত চাঁদপুর ডায়াবেটিক সমিতির ইনডোর সার্ভিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন, করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম।

চাঁদপুর সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সচিব বলেন ‘আমি গর্বিত এজন্য যে চাঁদপুরে এসে মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটি সুন্দর স্বাস্থ্য সেবা সার্ভিসের উদ্বোধন করতে পেরেছি। আমার চাকরি জীবনে বেশ ক’বার আমি চাঁদপুরে কাটিয়েছি। এখানকার অনেক জায়গা আমার চেনা আছে এবং চাঁদপুরের মানুষ সম্পর্কে আমার জানা আছে।

তিনি আরো বলেন, ‘আমার নিজের এলাকায়ও সংবর্ধনা ও বিভিন্ন অনুষ্ঠানের অনেক দাওয়াত পেয়েছি কিন্তুু আমি নিজের এলাকায় যেতে পারিনি। এ শহর এবং এখানকার মানুষের কথা চিন্তা করে যখন চাঁদপুরের কথা বলা হয়েছে তখন আমি না বলতে পারিনি। চাঁদপুরের ভালোবাসার টানে আজ এখানে চলে এসেছি।’

ডায়াবেটিক হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, ‘চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালটি মানুষজনকে যে চিকিৎসা সেবা দিচ্ছে, এখন থেকে এ চিকিৎসাসেবা আরো অনেক উন্নত হবে। কারন ইনডোরের সার্ভিসের চিকিৎসা সেবা অনেক উন্নত। আর এটিকে আরো উন্নত করার ক্ষেত্রে আমার সর্বত্বক সহযোগিতা থাকবে। এটি যেহেতু চাঁদপুরের বিষয় অবশ্বই তা অগ্রাধিকার পাবে।’

জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন মোঃ সাইফুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাবেক সভাপতি সেলিম, আাখন্দ, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সহ সভাপতি ডাঃ এম এ গফুর, ডাঃ এ কিউ রুহুল আমিন ।

ডায়াবেটিক হাসপাতালের জুনিয়র সিস্টেম এনালিস্ট উজ্জল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ঢাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা বি এম এর সভাপতি ডাঃ সৈয়দ মোঃ নুরুল হুদা, চাঁদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও ডায়াবেটিক হাসপাতালের প্রতিনিধিরা।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সম ৯: ২০ পিএম, ১ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Share