চাঁদপুর

চাঁদপুরের মধ্যে প্রথমেই সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার টার্গেট

জেলার মধ্যে প্রথমে চাঁদপুর সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার টার্গেট নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারণন সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মনিরা চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এম এ রউফ, উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভিন, উপজেলা সহকারী মৎস্য অফিসার ফিরোজ আলম মৃধা, উপজেলা পিআইইউ রফিকুল ইসলাম, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর ছাত্তার রাড়ী, রাজরাজেশ্বরের ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী আবুল কাশেম, বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী প্রমুখ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, চাঁদপুর জেলার মধ্যে প্রথমে সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার টার্গেট হাতে নেয়া হয়েছে। সেই লক্ষ্যে স্ব স্ব ইউনিয়নের ভিক্ষুকদের তালিকা জমা দেওয়ার জন্য চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

জাটকা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত ৮মাস সরকার জাটকা অভায়াশ্রম ঘোষণা করেছে। এ ৮মাস ১০ ইঞ্চির নিচে ইলিশ ধরা যাবে না। চাঁদপুরে সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে সকল উন্নয়ন মূলক কাজ করে। তাই চাঁদপুর বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে অনেক এগিয়ে রয়েছে। চাঁদপুরের মানুষ খুবই ভাল দেশের অন্য জেলার তুলনায় পরিবেশ সামাজিক রাজনৈতিক কর্মকান্ড অনেক সুন্দর।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১০ : ০৩ পিএম, ১৬ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Share