চাঁদপুর

চাঁদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

রোববার (২৯ জানুয়ারি) চাঁদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হাসান আলী উচ্চ বিদ্যালয়
সকাল ১০ টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল গাফফারের পরিচালনায়
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ জহিরুল ইসলাম, হাফেজ মোঃ মাহাবিন আলম খান, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ শহীদ উল¬াহ, মোঃ বিল¬াল হোসেন পাটওয়ারী, এস.এস.সি পরীক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম, ১০ম শ্রেণীর শিক্ষার্থী কিবরিয়া আলম অরিন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন যুবায়ের মাহতাব ও ১০ম শ্রেণির শিক্ষার্থী আশেকুর রহমান। সবশেষে মিলাদ মাহফিলে দোয় পরিচালনা করেন সাবেক শিক্ষক আলহাজ্ব মাওঃ জহিরুল ইসলাম।

ই-হক কোচিং
ই-হক কোচিং সেন্টারের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডি.কে মৃণালের সভাপতিত্বে ও শিক্ষক আর.এইচ বিন্দু ও সানজিদা নাসরিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চোধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, যুগ্ম সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্র ধর, ব্যারিষ্টার আব্দুল বাতেন, চেম্বার অব কমাস এন্ড ইন্ট্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌসসভার কাউন্সিলর নাছির আহমেদ চোকদার। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন নান্নু, শওকত আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু এদেশের ঘুমন্ত বাঙালীকে জাগ্রত করে ধীরে ধীরে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বহু ত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাসের সংগ্রামের মধ্যদিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু জানতেন যে জাতি শিক্ষিত না হলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পাওয়া সম্ভব না। একটি গোষ্ঠি প্রথম থেকেই স্বাধীনতার বিরোধীতা করেছে। তারা এখনো দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বর্তমানে ভালো মানুষের অনেক অভাব। চরিত্রহীন মানুষের কোনো মূল্য নেই। তাই আমাদের সৎ ও আদর্শবান হতে হবে। আমরা আশায় আছি বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশের প্রতিটা জনগণ দক্ষ নাগরিক হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন, ডি. কে মৃদুল, সারোয়ার মোরশেদ, ইয়াসিন খান, মো. জসিম উদ্দিন, রণি দত্ত, মো. মাসুম মোল্লা। উল্লেখ্য ২০১৭ সনে ই-হক কোচিং সেন্টার থেকে মোট ৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।

এম এইচ উচ্চ বিদ্যালয়

আশিক বিন রহিম ॥ চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসা কেন্দ্র পুরাণবাজার এম এইচ উচ্চ বিদ্যালয়ের (মধুসূদন) এসএসসি- ২০১৭ সনের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি রোববার বেলা ১২টায় বিদ্যালয় শ্রেণি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।
বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, জালাল আহমেদ, শাহীন সুলতানা, ওয়াহিদুর রহমান লাবু ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক সিক্তা সাহা, দুলাল রায়, নাজনীনা নবী, তাফসী চক্রবর্তী, দিলীপ কুমার দে, বিশ্বজিৎ চন্দ্র, আমল নন্দী, মো. হোসেন, রাহুল চক্রবর্তী, বিপ্লব দাস, মায়াময়ী, রতন কুমার দে।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ে শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী পাপন। মানপত্র পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী রাহিম ও দশম শেণির ছাত্রী মাম্পি সাহা। কবিতা আববৃত্তি করেন মারুফ হোসেন। উল্লেখ্য এবছর মোট ১১৯জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়
পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিাত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর শিক্ষা কর্মকর্তা ও জেলা আওয়ালীগের সাবেক উপদেষ্টা আঃ রশিদ সর্দার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর শিক্ষা আহবায়িকা মহিলা কাউন্সিলর আয়শা রহমান, আবদুল ওহাব গাজী। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস খান, সহকারী শিক্ষক মৃদুলা সাহা।

সহকারী শিক্ষক আফসার আহমেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ নাছির, রেহেনা বেগম, ফেরদৌসী আক্তার, মলিনা মজুমদার, রাজিয়া সুলতানা,সাইফুল ইসলাম প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম। মুনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ১০ শ্রেণির ছাত্রী ঝর্ণা আক্তার। গীতা পাঠ করেন শিক্ষক মৃদুলা সাহা। ছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের মানপত্র পাঠ করেন পরশ মণি।

প্রতিবেদক- আশিক বিন রহিম ও কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share