Home / চাঁদপুর / চাঁদপুরের বিভিন্ন উপজেলায় তথ্য অফিসের প্রচার অভিযান
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় তথ্য অফিসের প্রচার অভিযান

স্বল্পোন্নত দেশের স্ট্যটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় প্রচারাভিযান চালানো হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে চাঁদপুরের জেলাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম স্থলে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শন এবং সড়কে প্রচার করা হয়।

এসব অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন ।

এসময় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনোয়ারুল হক