উপজেলা সংবাদ

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁদপুরের ৮ উপজেলায় পৃথক আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

কচুয়ায় উপজেলা প্রসাশন ও বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধ দলিলপত্র সংগঠনের আয়োজনে পৃথক দুটি স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনব করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, প্রানি সম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী, নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জাবের মিয়া।

এছাড়া একই দিন দুপুরে পৌরসভার জামিলা খাতুন একাডেমিতে আলোচনা সভায় আলোর মশাল সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সিরাজুল ইসলাম, আনোয়ার সিকদার ও সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।

এ সময় সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি আনিচ্ছুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ ছায়েদ, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস।

সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Share