Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরের বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক যারা
Awami_League_2

চাঁদপুরের বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক যারা

চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।

শনিবার ৭ ডিসেম্বের রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩ (তিন) বৎসরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান। তবে কত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির করার নির্দেশনা দিয়েছেন তা জানা যায়নি।

১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামীম এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম ঢালীকে,

২নং আশিকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক সভাপতি আ. রাজ্জাক ভুঁইয়া ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রকৌশলী আক্তারুজ্জামান পাটওয়ারীকে ও সাধারণ সম্পাদক পদে কামাল হাজীকে,

৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মির্জা মোঃ শহীদুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক পদে আল-মামুন লিটুকে,

৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মোঃ লিটন সরকারকে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শাহ্ আলম মিয়াকে,

৭নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ইমাম হাসান রাসেল গাজীকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ বিশ্বাসকে,

৮নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক আহ্বায়ক মোঃ নজরুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সদস্য সচিব ইব্রাহিম খলিল (লিটন),

৯নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক সভাপতি মোঃ রফিকুল্যাহ পাটওয়ারীকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আ. হান্নান মিজিকে,

১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মো. কাশেম খানকে এবং সাধারণ সম্পাদক পদে আঃ মান্নান গাজী (মনা গাজী),

১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারীকে ও সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন মিয়াজী,

১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল ছাত্তার রাঢ়ী এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান (হাবু ছৈয়াল)।

প্রসঙ্গত, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮নভেম্বর, তরপুরচন্ডী ইউনিয়ন আ.লীগের সম্মেলনে অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর, চান্দ্রা ইউনিয়নের ১৮ নভেম্বর, হানারচর ইউনিয়নের ১৯ নভেম্বর, রামপুর ইউনিয়নের ২০ নভেম্বর, ইব্রাহিমপুর ইউনিয়নের ২১ নভেম্বর, শাহমাহমুদপুর ইউনিয়নের ২২ নভেম্বর, বিষ্ণুপুর ইউনিয়নের ২৬ নভেম্বর, বাগাদী ২৭ নভেম্বর, বালিয়া ইউনিয়নের ১ডিসেম্বর ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টির সম্মেলনে অনুষ্ঠিত হলেও বাকী রয়েছে কল্যানপুর ইউনিয়ন ও লক্ষ্মীপুর আওয়ামী লীগের সম্মেলন এবং রাজরাজেশ্বর ইউনিয়ন। এসব ইউনিয়নের সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও সম্মেলনের পূর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।