চাঁদপুর জেলার সব উপজেলা শহরের বাড়িওয়ালা ও মোটর বাইক চালকদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার।
বাড়ির মালিকদের বলা হয়েছে, নিজ থানার অফিসার ইনাচর্জদের (ওসি) কাছ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করার জন্য। ওই ফরমটিতে বাড়ির ভাড়াটিয়াদের নাম, মোবাইল নাম্বারসহ পূর্ণাঙ্গ তথ্যাবলী পূরণ করে জমা দেয়ার জন্য।
ফরমের সাথে ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দিতে বলা হয়েছে।
এ নির্দেশনায় আগামী ২৫ জুলাই এর মধ্যে সংশ্লিষ্ট থানায় এসব তথ্য জমা দিতে বলা হয়েছে।
বর্তমান দেশের সার্বিক আইন-শৃংখলা রক্ষার্থে এ পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে বাড়ির মালিকগণের কোনো গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আরেক নির্দেশনায় জানানো হয়, সম্প্রতি কেউ কেউ রাস্তায় চালকসহ ৩ জন আরোহী নিয়ে মোটর সাইকেল চালিয়ে থাকে। যা মটরযান আইনের সম্পূর্ণ পরিপন্থি। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে চালক ছাড়া কোনোভাবেই অতিরিক্ত আরো দু’জন বহন করা যাবে না। এরকম পাওয়া গেলে জিরো টলারেন্সে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।