চাঁদপুরের বাজারে অপরিপক্ক আগাম লিচু
চাঁদপুর শহরের স্থানীয় বাজার গুলোতে গ্রীষ্মের জনপ্রিয় রসালো ফল লিচু উঠতে শুরু করেছে। বর্তমানে এখানকার বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে তা আগাম জাতের লিচু।
এ লিচুর বেশ চাহিদা থাকলেও বাজারে সরবরাহ কম ও দাম বেশি।
ফলে এখনও তা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। শহরের বিভিন্ন স্থানে মৌসুমি ফল ব্যবসায়ীরা লিচুর দোকান খুলে বসেছেন।
বিশেষ করে শহরের কালি বাড়ি কোর্ট স্টেশন, পালবাজার, বাসস্ট্যান্ড, পুরাণবাজার, নতুনবাজার, চেয়ারম্যান ঘাট ডিসি অফিস সংলগ্ন, চিত্রলেখার মোড়, ছায়া বাণির মোড়সহ শহরের বিভিন্ন বাজারে লিচুর দোকান দেখা যাচ্ছে।
এসব বাজারে লিচুর গুণগতমান ও আকার অনুযায়ী প্রতি শ’ লিচু ২শ’ ৮০ টাকা থেকে ৩শ’ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা।
চাঁদপুর শহরের কোর্ট স্টেশনে লিচু ক্রয় করতে আসা এক চাকরিজীবি বলেন, ‘বর্তমানে লিচুর যে দাম তাতে আমার দ্বারা এখন লিচু ক্রয় করা সম্ভব নয়। আরো কিছু দিন দেখি লিচুর দাম কমে কিনা। অনেক ব্যবসায়ী নিজের ইচ্ছেমত দাম বাড়িয়ে থাকেন।’
বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে লিচুর সরবরাহ কম থাকায় লিচুর দাম একটু বেশি। তবে কয়েকদিনের মধ্যে লিচুর সরবরাহ বৃদ্ধি পালে দাম কমার সম্ভাবনা রয়েছে।
বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, অনেক কৃষকের লিচু এখনও পাকেনি। কেউ কেউ বেশি মূল্যের আশায় তেমন না-পাকলেও লিচু নিয়ে বাজারে আসছেন। চাঁদপুরের বিভিন্ন বাজারে এখন বিভিন্ন ফল থাকলেও লিচু আর তরমুজের দাম একটু বেশি।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/05/Shariful-Islam.jpg” ]শরীফুল ইসলাম [/author] : আপডেট ৭:০০ পিএম, ১১ মে ২০১৬, বুধবার
ডিএইচ