চাঁদপুর

চাঁদপুরের প্রখ্যাত হোমিও চিকিৎসক জলিল ডাক্তার আর নেই

চাঁদপুরের হোমিও চিকিৎসক ডা. জলিল মিয়াজী ওরফ জলিল ডাক্তার আর বেঁচে নেই। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১টার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।

বাদ এশা জাফরাবাদ এমদাদীয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে সদর উপজেলার দোকানঘর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ডা. জলিল দীর্ঘ ৬০ বছর ধরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় (বাদল হোমিও হল নামক চেম্বারে) হোমিও চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিদিন গড়ে ৫/৬শ রোগী দেখতেন। অল্প খরচে চিকিৎসা সেবা দেয়ায় দেশব্যপী তার সুনাম ছিলো।

প্রসঙ্গত, সাখুয়া ইউনিয়নের (বর্তমান লক্ষ্মীপুর) প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব ইউনুছ মিয়াজীর মেজো ভাই ডাঃ জলিল মিয়াজী। তার বাবার নাম মরহুম আঃ রশিদ মিয়াজী।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ০০ পিএম, ৪ জুলাই ২০১৭, মঙ্গলবার strong>
ডিএইচ

Share