চাঁদপুরে পাগলা কুকুরের কামড়ে শিশু এবং বৃদ্ধসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার ইব্রহিমপুর ইউনিয়নে ও হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে এসব ঘটনা ঘটে ।
আহতরা হলেন দুই স্থানের রমজান আলী (৭), শাহিনা বেগম (৩১), নুরসাত জাহান (৩১), কানন বেপারী (৪১) ও লোকমান হোসেন (৭)।
জানাযায় হাইমচর এবং ইব্রহিমপুরে পৃথক দু’স্থানে দুটি পাগলা কুকুর রাস্তায় ও বিভিন্ন বাড়িতে গিয়ে তাদেরকে কামড়ে দেয়। এতে তারা গুরুতর ভাবে আহত হয়ে চাঁদপুর আড়াই’শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিয়েছেন।
এদিকে একটি সুত্র থেকে জানাযায় গত কয়েকদিনে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হাসপাতালে ভ্যাকসিন সংকটের কারনে বাহিরে থেকে ভ্যাকসিন ক্রয় করে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে হয়েছে।
যাওয়ার
।। আপডটে, বাংলাদশে সময় ৭: ০০ এএম, ১ জানুয়ারি ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur