স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলী করা হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের জারি করা উপসচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিউল হাসানসহ মোট ৬৪ জন কর্মকর্তাকে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির আদেশ দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল।
বিসিএস ২৫তম ব্যাচের চৌকস কর্মকর্তা মোঃ রবিউল হাসান তাঁর কর্মজীবনে সৎ, নিষ্ঠাবান এবং বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবায় তাঁর দক্ষতা ও পেশাদারিত্ব সর্বজনবিদিত।
জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি তাঁর কর্মদক্ষতার ছাপ রেখেছেন এবং সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছেন। এই কর্মকর্তা তাঁর নতুন কর্মস্থল চাঁদপুর জেলায় একই সততা, নিষ্ঠা এবং বিচক্ষণতা নিয়ে কাজ করবেন। তাঁর আগমনে চাঁদপুরবাসী একটি নিরাপদ ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা পাবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছে।
প্রতিবেদক:সাইদ হোসেন অপু চৌধুরী/
২৬ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur