অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি পাওয়া চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান পিপিএম (বার) কে সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।
১৭ জানুয়ারি রোববার সকালে চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সদর উপজেলা কমিটির পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ ও সম্পাদক ওমর ফারুক এসপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়কারী ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে ছিলেন নাজিম উদ্দিন মোঃ জিলান, এবিএম জাকির হোসেন, মাওঃ জাকির হোসেন হিরু, নাহিদা আক্তার, ফারহানা ইভা, শাহাবুদ্দিন পাটোয়ারী প্রমুখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৭ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur