শিল্পকলা’র বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চতুর্থবারের মতো চাঁদপুরের পাঁচজন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হচ্ছে।
আগামী ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুর মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে পাঁচ গুণী শিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা- ২০১৬’ প্রদান করা হবে।
এ বছর সম্মাননা যাঁরা পাচ্ছেন তারা হলেন : সৃজনশীল সংগঠক বিভাগ জীবন কানাই চক্রবর্তী, আবৃত্তি ও উপস্থাপনা অজয় ভৌমিক, কন্ঠ সংগীতে রূপালী চম্পক, নাট্যকলাÑ শহীদ পাটোয়ারী এবং সৃজনশীল সংস্কৃতি গবেষণায় প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি মো. আব্দুস সবুর মন্ডল।
সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করার জন্য চাঁদপুরবাসী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ।
এ সংক্রান্ত আগের প্রতিবেদন-
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ০৯ : ০৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ