Home / চাঁদপুর / চাঁদপুরের নানুপুরে ইয়াবাসহ একই পরিবারের আটক ৪
চাঁদপুরের নানুপুরে ইয়াবাসহ একই পরিবারের আটক ৪

চাঁদপুরের নানুপুরে ইয়াবাসহ একই পরিবারের আটক ৪

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারে নির্দেশে সদর উপজেলার বাগাদী নানুপুর গ্রামের খান বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল খানের ঘরে অভিযান চালিয়ে ৩শ’ পিচ ইয়াবাসহ শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৮টায় একই পরিবারের ৪জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হচ্ছে সোহেলের সহযোগী ও তার ভাই মামুন খান (২৭), মাসুদ খান (২৬), হুমায়ুন খান (৩৫) সোহেলের স্ত্রী লীজা আক্তার (২৬)।

গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল খানকে আটক করার জন্য অভিযান চালানো হয়। কিন্তু পরিবারের লোকজন ডিবি পুলিশের সদস্যদেরকে ঘেরাও করে সোহেল ঘর থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এ সময় তল্লাশি করে ৩শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল খন্দকার বলেন, ‘নানুপুর গ্রামের মৃত লতিফ খানের ছেলে সোহেল খান মাদকসহ এর পূর্বে দু’বার আটক হয় এবং মাদক মামলায় কারাভোগ করে। তার বিরুদ্ধে এখনো মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। তার পরিবারের লোকদের সহযোগিতার কারণে সে এলাকায় অনায়েসে মাদক বিক্রি করে আসছে।’

তিনি আরো জানান, ‘সোহেলের ভাই মাসুদ সোহেল বাড়িতে আসলে বাড়ির আঙ্গিনা বসে পাহারা দেয়। এবং পুলিশ আসলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আমরা অভিযান করতে গেলে সোহেলকে তার স্ত্রী লীজা বাড়ির ছাদের উপর দিয়ে সোহেলকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিয়ে ছাদের দরজা তালা দিয়ে আটকে দেয়। পরে ছাবিটি ফেলে দেয়ার কারণে পুলিশ আর যেতে পারেনি।’

চাঁদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘সোহেল খানের পরিবারের লোকদের সহযোগিতার কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। তাদের পরিবারের লোকজন পরোক্ষভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ এএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply