চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ যোগদান করেছেন। ২ জানুয়ারি শনিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন।
চাঁদপুর সার্কিট হাউসে জেলা ইতিহাসে প্রথম এই নারী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur