শিল্প-সাহিত্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চাঁদপুরের নতুন কুঁড়ি

বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোমবার ( ৯ জানুয়ারি) গৌরবের ২৭ বছর পূর্তি উদযাপন করেছে ইলিশের বাড়ি চাঁদপুর জেলার নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন।

সন্ধ্যা ৬টায় জাতিয় শিল্পকলা একাডেমীর সংঙ্গীত ও নিত্যকলা হলে গুণীজন সংবর্ধনা ও দেশীয় গানের আধুনিক নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়।

সংগঠনের উপদেষ্টা স্বপন কুমার নন্দীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব অ্যাড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।

সংবর্ধিতরা হলেন, সমাজ সেবক লিয়াকত আলী বাচ্চু, রত্ম গর্ভ মা. শামসুন্নাহার, মাইমুনা বেগম, হোসনে আরা বেগম, খেলোয়ার ও নাট্যজন এম আর ইসলাম বাবু, সমবায়ী আলহাজ্ব হেদায়েত উল্ল্যাহ, শিক্ষানুরাগী খন্দকার মো. তাফাজ্জল হোসেন চান্দু, চলচিত্র পরিচালনায় আরিফ রাসেল, মঞ্চ নাটকের আবহ সংগীতে কার্তিক সরকার, তরুণ সমাজকর্মী আশিক খান।

সবশেষে সংগঠনের ও ঢাকার অতিথি নৃত্যশিল্পীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৮: ১০ এএম, ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share