ফরিদগঞ্জ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদকে’ ভূষিত চাঁদপুরের নজরুল ইসলাম

চাঁদপুরের কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কলা অনুষদ থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন।

সে ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সিজিপিএ ৩.৮৭ পেয়ে নিজ বিভাগ এবং কলা অনুষদে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়েছেন।

সে চাঁদপুর সদর থানার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাফেজ আব্দুর রাজ্জাক ও আমেনা বেগমের ছেলে। সে ২০১০-১১ সেশনে ভর্তি হয়ে ২০১৪ সালে স্নাতক এবং ২০১৫ সালে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় নিজ বিভাগ এবং কলা অনুষদে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ন হয়েছে।

এছাড়া সে চাদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাসা আল আমিন ফাজিল মাদরাসা থেকে ২০০৭ সালে দাখিল এবং ২০০৯ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়েছে। সে ২০০১ ও ২০০৫ সালে ৫ম ও ৮ম শ্রেনিতে বৃত্তি পেয়েছে।

২০০৯ সালে আলিম পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করায় আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন ও জেলা পরিষদ চাদপুর থেকে শিক্ষা বৃত্তি লাভ করে।

সে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে কুরআন হাদিসের খেদমত করার পাশাপাশি দেশ ও জাতির উন্নতিতে অবদান রাখতে চায়।

প্রেস বিজ্ঞপ্তি

Share