আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগে পরে তারা পাঁচদিনের জন্য ভোটের এলাকায় নিয়োজিত থাকবেন।
ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, চাঁদপুরে হাইমচরের চরভৈরবী ইউপিতে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউপিতে চাঁদপুরের বিচারিক ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল; ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউপিতে ভোরার বিচারিক ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার; কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউপিতে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ, বারপাড়া ও চৌয়ারা ইউপিতে জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল হক এবং বিজয়পুর ইউপিতে বিচারিক ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা সুলতানা; গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ও জামালপুর ইউপিতে গাইবান্ধার বিচারিক ম্যাজিস্ট্রেট কাফি আল আজাদ এবং কামারপাড়া ইউপিতে বিচারিক ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানকে নিয়োগ করা হয়েছে।
আগামী ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তারা সংশ্লিষ্ট ভোটের এলাকায় সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন তারা।
বার্তা কক্ষ, ২৩ নভেম্বর ২০২২