চাঁদপুরের দু’ইউনিয়নসহ দেশের ৮০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন হবে।
চাঁদপুরের মধ্যে রয়েছে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য নির্বাচন ও মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য নির্বাচন।
ভোটের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
এরমধ্যে ৬টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন হবে। বাকি ৭৪টি ইউপিতে বিভিন্নপদে উপ-নির্বাচন হবে।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান ও উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তর কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর; মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ডিসেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ ডিসেম্বর ও ভোট ৩০ ডিসেম্বর।
সাধারণ নির্বাচন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া; ভোলার চরফ্যাশনের নুরাবাদ ও আহাম্মদপুর; কুমিল্লা সদর দক্ষিণের গলিয়ারা (উত্তর) ও গলিয়ারা দক্ষিণ।