চাঁদপু‌রের দুই ভাষা সৈ‌নিকের প‌রিবার‌কে সম্মাননা প্রদান

আমরা একাত্তর সংগঠ‌নের পক্ষ ১৯৫২ সা‌লের ভাষা সৈ‌নিক‌দের সম্মা‌নে সম্মাননা উপহার প্রদান করার হ‌য়ে‌ছে। শুক্রবার দুপু‌রে শহ‌রের জীবনদীপ কার্যাল‌য়ে চাঁদপুরের দুই ভাষা সৈ‌নিক নৌযান অ‌লি উল্লা ও চাঁন ব‌ক্স পাটওয়ারী সন্তান‌দের হাতে সম্মাননা উপহার তু‌লে দেওয়া হয়।

জীবনদী‌পের প্রতিষ্ঠাতা অ‌্যাড‌ভোকেট বিনয় ভূষণ মজুমদা‌রের সভপা‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন আমরা একাত্তর সংগঠ‌ন কেন্দ্রীয় ক‌মি‌টির মু‌ক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ শারথী চক্রবর্তী, জেলা আওয়ামীলী‌গের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়ার প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন ভাষা সৈ‌নিক চাঁন ব‌ক্স পাটওয়ারী গ‌র্বিত সন্তান জাহাঙ্গীর কার কাঞ্চন ও নৌযান অ‌লি উল্লার ছে‌লে এ‌কেএম মঞ্জুর মো‌র্শেদ কাউছার, জেলা ফ‌টো জার্নলিষ্ট এসো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক কে এম মাসুদ।

বক্তারা ব‌লেন, ই‌তিহাস‌কে য‌দি ভু‌লে যাই তাহ‌লে আন কিছু থা‌কে না। নৌযান অ‌লি উল্লা সা‌হেব বর্ণাঢ্য জীব‌নের অ‌ধিকারী ছি‌লেন। ৫২ ভাষা আ‌ন্দোল‌নকে তরত্নিত কর‌তে তি‌নি বি‌শেষ ভূ‌মিকা রা‌খেন। ৭০ সা‌লের নির্বাচ‌নে নৌ‌যান সা‌হেবকে ফ‌রিদগঞ্জ থে‌কে নির্বাচ‌নের জন‌্য সি‌লেক্ট ক‌রে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান। বক্তারা আ‌রো ব‌লেন, আমার একাত্তর সংগঠ‌নে অ‌নেক বিত্তশালী ব‌্যা‌ক্তি আ‌ছেন। তারা পা‌রেন আ‌রো উদার হ‌য়ে এ সংগঠন‌টি‌কে এ‌গি‌য়ে নি‌তে। কিন্তু ওনা‌দের উদারতার অ‌নেক অভাব র‌য়ে‌ছে।

এসময় মু‌ক্তি‌যোদ্ধা বাসু‌দেব মজুমদার কাউছার ও মৃদুলকা‌ন্তি দাস।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Share