শীর্ষ সংবাদ

হঠাৎ শিলাবৃষ্টিতে চাঁদপুরের তিন উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরে তিনটি উপজেলায় রোববার সকালে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু, গম, সরিষার বেশী ক্ষতি হয়েছে। এ ছাড়া আমের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা হতাশ হয়ে পড়েছে ।

শিলাবৃষ্টির কারণে মতলব উত্তরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করার হচ্ছে। ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের মতলব উত্তর উপজেলার কৃষিখাতের ক্ষতিসহ ও কয়েকটি ওয়াজ মাহফিলের প্যান্ডেল-ষ্টেড ভেঙ্গে ধুমরে মুচড়ে মাহফিল বন্ধ হয়েগেছে।

রোববার সকালে ৯টার দিকে ও পৌনে ১০টার দিকে দু’দফায় আচমকা শিলাবৃষ্টি ও ধমকা হাওয়ায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা সেচ প্রকল্পের আলু,ভুট্রা,শরিষা,পিয়াজ,রসুনসহ এ জাতীয় ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

এছাড়াও উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া ঈদগাঁ মাঠের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলসহ উপজেলার দুর্গাপুর, সাদুল্যাপুর, ষাটনলসহ কয়েকটি এলাকার মাহফিলের স্টেড ও প্যান্ডেল ভেঙ্গে চুরমার হয়ে যাবার কারনে মাহফিল বন্ধ হয়ে যায়।

চরকালিয়া ঈদগাঁ মাঠ ও মাহফিল পরিচালনার সভাপতি আলহাজ্জ্ব আব্দুল হালিম মাস্টার জানায়, রোববার বাদ মাগরিব থেকে রাত ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু আচমকা শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সবকিছু ভেঙ্গেচুড়ে যাবার কারনে মাহফিল করার আর কোন সুযোগ থাকলো না। উপজেরা কৃষি কর্মকর্তা সালাউৃদ্দিন জানায়, আচমকা শিলাবৃষ্টি ও ধমকা হাওয়ায় কৃষির যে ক্ষতি হয়েছে তা খুব বড় রকমের না বলে ধারনা করছি।

রোববার ভোররাতে শীলা বৃষ্টিতে মতলব দক্ষিণের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভূট্টা,সরিষা, গম ও আলু ফসলের ক্ষতিসাধন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, হঠাৎ প্রবল বাতাস ও শীলা বৃষ্টির কারণে ফসলের আংশিক ক্ষতিসাধন হয়েছে।

আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি, ফসলে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়। বিশেষ করে নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ ইউনিয়নে আলু, সরিষা ও টমেটু ফসল বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম জানান, হঠাৎ শীলা বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকরা যাতে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারে এ জন্য পরামর্শ প্রদান করছি।

হঠাৎ বৃষ্টিতে কচুয়ায় জমির গম বেশি ক্ষতিগস্ত হয়েছে। এ ছাড়া আলুর জমি ও আমের মুকুল ও রক্ষা পায়নি।

করেসপন্ডেট
১৮ ফেব্রুয়ারি,২০১৯

Share