চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় কলেজ মাঠে জমজমাট এই খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার। তিনি খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বলেন,“তোমরা আজ অত্যন্ত চমৎকার খেলেছো। মাঠে কোনো বিশৃঙ্খলা নেই, কেউ কাউকে আঘাত করছে না—এটাই খেলাধুলার সৌন্দর্য। ফুটবল হলো বলের খেলা, পায়ের নয়।”
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, “চাঁদপুরের তরুণরা হবে মাদকমুক্ত, সুশৃঙ্খল এবং সম্ভাবনাময়। যে সুন্দর করবে, সে-ই আমাদের সঙ্গী হবে।”
নির্ধারিত এক ঘণ্টার খেলায় দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দক্ষতা ও শান্ত স্বভাবের পরিচয় দিয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ জয় পায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ হয় রানার আপ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবির, পৌর প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, মতলব উত্তর শরিফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফ উল্লাহ। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর ছিল দর্শক ও সমর্থকরা।
স্টাফ করেসপন্ডেট/
২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur