চাঁদপুর

চাঁদপুরের তফসিলী ব্যাংকসমূহে ৭’শ ৪৩ কোটি টাকা রেমিটেন্স অর্জন

‎Thursday, ‎16 ‎July, ‎2015 8:14:38 PM

আবদুল গণি :
করেছে ৭শ ৪৩ কোটি টাকা।

সংশ্লিষ্ট ব্যাংকে আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে সোনালী ব্যাংক ২০টি শাখার মাধ্যমে গেল অর্থ বছরের জুন পর্যন্ত লাভ করেছে ১২ কোটি ৪ লাখ এবং রেমিটেন্স অর্জন করেছে ২৮ কোটি টাকা।

এর মধ্যে কৃষি ব্যাংক ২৮টি শাখার মাধ্যমে গেল অর্থ বছরের জুন পর্যন্ত লাভ করেছে ১৬ কোটি ৮৮ লাখ এবং রেমিটেন্স অর্জন করেছে ১শ৭ কোটি টাকা এবং কৃষি ঋণ খাতে আদায় করেছে ৫৫ কোটি টাকা।

অগ্রণী ব্যাংক ১৭ট শাখার মাধ্যমে গেল অর্থ বছরের জুন পর্যন্ত লাভ করেছে ৯ কোটি ৩৩ লাখ এবং রেমিটেন্স অর্জন করেছে ২শ ৫৯কোটি টাকা এবং কৃষি খাতে আদায় করেছে ৪ কোটি ৭৯ লাখ টাকা।

জনতা ব্যাংক ১৭টি শাখার মাধ্যমে গেল অর্থ বছরের জুন পর্যন্ত লাভ করেছে ৬ কোটি এবং রেমিটেন্স অর্জন করেছে ৩শ ৪৯ কোটি টাকা এবং আদায় করেছে ২০ কোটি ৪৭ লাখ টাকা ।

Share