রোববার (০১ মে) সন্ধ্যায় হঠাৎ হঠাৎ প্রচন্ড ঝড়ে চাঁদপুর জেলার সবচেয়ে ব্যস্ততম ব্যবসায়ী এলাকা পুরাণবাজার ভূঁইয়ার ঘাটে মুদি মালামাল ভর্তি একত্রে ৪ টি ট্রলার ডাকাতিয়া নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, ফরিদপুরের সিএনজি ঘাট থেকে পুরাণবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাল নামানোর অপেক্ষায় ট্রলারগুলি ঘাটে ভিড়ানো অবস্থায় ছিলো। আকস্মিক কালবৈশাখী ঝড়ে সব মালামালসহ এগুলো ডুবে যায়।
স্থানীয় রফিক স্টোরের মালিক মো. রফিকুল ইসলাম জানায়, ঝড়ের কবলে পড়ে ভীড়ানো অবস্থায় মালামাল ভোজাই ট্রলারগুলি ডাকাতিয়া নদীতে পানিতে তলিয়ে যায়। এসময় ওই ট্রলারগুলিতে চাল, চিনি, ডাল, ভুষি ও অন্যান্য মালামাল ছিলো। এ ব্যবসায়ীর দাবি এসবের মূল্য দেড় থেকে দু’কোটি টাকা।
ট্রলার মালিকগণ হচ্ছে মঞ্জু মাঝি, কুদ্দুস মাঝি, নুরুজ্জামান মাঝি, আরেকটি নাম পাওয়া যায়নি।
ট্রলারে থাকা মালগুলোর মালিক হচ্ছেন, পুরাণবাজারের মিনারা ট্রেডার্স, রায় ট্রেডার্স, সুমন ট্রেডার্স, সবুজ ট্রেডার্সসহ স্থানীয় বেশ ক’জন ব্যাবসায়ী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রলারগুলি উদ্ধার তৎপরতা শুরু হয়নি।
আশিক বিন রহিম[/author]
: আপডেট ১০:৫০ পিএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur