একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সাংসদ এসএ সুলতান টিটুসহ চাঁদপুরের ৫টি আসনের বিএনপির প্রায় অর্ধশতাধিক মনানয়ন প্রত্যাশীদের সাক্ষাত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেস্বর) রাত ৭টায় রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করলে রাত ৮টার পর চাঁদপুর জেলার মনোনয়ন প্রত্যাশীদের দুই ভাগে সাক্ষাৎকার নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
প্রথমে চাঁদপুর ১ থেকে ৩ আসনের প্রার্থীদের সাক্ষাতকার ও ২য় ধাপে চাঁদপুর ৪ ও ৫ আসনের প্রাথীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়।
এসময় গুলশান কার্যালয়ের বহিরে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাবেক ও বর্তমান কমিটির নেতারা সবাই ধর্য সহকারে অবস্থান করেন।
এর পূর্বে দলীয় সাক্ষাত দিতে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুর ২টার পর থেকে থেকে গুলশানস্থ দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেয়।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন, চাঁদপুর-৩ আসনের জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এসএ সুলতান টিটু, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সংরক্ষিত আসনের সাংসদ আলহাজ্ব রাশেদা বেগম হীরা,
বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূইয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. নাজমুল হক,
চাঁদপুর-৪ আসনের সাবেক সাংসদ লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর-১ আসেনর সাবেক মন্ত্রী মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী, মোশারফ হোসেন, চাঁদপুর-৫ আসেনর ইঞ্জিঃ মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের মোতাহের হোসেন পাটওয়ারী, এমএ হান্নান, ইসমাইল হোসেন বেঙ্গল, শরীফ মোঃ ইউনুছ, চাঁদপুর-২ আসনের ড. জালাল উদ্দিনসহ চাঁদপুরের পাঁচটি আসনে দলের অন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকারের জন্যে গুলশান অফিসে অবস্থান করেন।
নির্দেশনা প্রসঙ্গে সাবেক সাংসদ এসএ সুলতান টিটু বলেন, সাক্ষাতকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া আমার মা, আপনাদেরও মা। মাকে জেলে রেখে আমরা তো শান্তিতে থাকতে পারি না। আগামি নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এ নির্বাচন আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা সফল হবো।
স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর, ২০১৮