চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের পিতা মোঃ আমতাজ আলী মন্ডল গত ১১ নভেম্বর বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না … রাজেউন)।
তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চাঁদপুরের সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মনিরা চৌধুরীসহ ইউপি চেয়ারম্যান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
||আপডেট: ০৭:৩৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur