বাংলাদেশ পুলিশের এডিশানাল আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘চাঁদপুর জেলা পুলিশের সাথে জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে চমৎকার সর্ম্পক রয়েছে। পুলিশ সুপার তিনি আপনাদের জন্য কাজ করছেন। আপনাদের মাঝে যে সম্পর্ক আছে তা অটুট থাকুক প্রত্যাশা করি।’
বুধবার (৮ মার্চ) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেণ চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম বিপিএম।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে প্রধান অতিথি বলেন, ‘চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় আন্তরিকতার কমতি ছিলো না। এখানে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সবাই স্বতপূর্ত ভাবে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেছেন।’
পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, নৌ-পুলিশ এসপি সুব্রত কুমার হালদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহারের পতি মো. হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী প্রমুখ
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur