আশিক বিন রহিম :
চাঁদপুরে নতুন দিগন্তের উন্মোচন করলো জেলার কৃতী সন্তান সবুর খানের ড্যাফোডিল গ্রুপ। বাংলাদেশে কর্মদক্ষ মানব সৃষ্টিকল্পে কাজ করা ড্যাফোডিল গ্রুপের বাংলাশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) চাঁদপুর ক্যাম্পাসে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
এ সময় তিনি তার বলেন, ‘সবুর খানের নতুন নতুন উদ্যোগে আমরা আনন্দিত এবং অনুপ্রাণিত।’
‘দক্ষ মানবসমাজ উন্নয়নে যতোগুলো সংস্থা বংলাদেশে রয়েছে তার মধ্যে ড্যাফোডিল সবচেয়ে ভালো’ আখ্যায়িত করে জেলা প্রশাসক বলেন, ‘আমরা প্রকৃত অর্থে দক্ষ এবং যোগ্য লোক পাচ্ছি না। যা পাচ্ছি তাদের বেশিরভাগ পলিটিক্যাল সাইন্সের অথবা মাস্টার্স ডিগ্রি শিক্ষার্থী। শিক্ষার্থীরা দক্ষ এবং যোগ্য হয়ে সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরও ঠিকমতো চাকরি পাচ্ছে না। আর পড়ালেখা শেষ করার পরেও আমাদের যুবসমাজের বড় একটা অংশ বেকার থেকে যাচ্ছে অথবা ছোটখাট কোনো কাজ করে জীবন চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ড্যাফোডিল গ্রুপ যে দক্ষ মানবসমাজ সৃষ্টির উদ্যোগ নিয়েছে আমি তাদের সাধুবাদ জানাই।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘বর্তমানে আমাদের অভিভাবকরা যে সমস্যায় ভুগছে তা হলো সঠিক ভবিষ্যৎ পরিকল্পনা না নিতে পারা। এজন্য অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ও এগিয়ে আসতে হবে। শিক্ষকরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যে তার ছাত্রটি কোন বিষয়ে বেশি পারদর্শী। আমাদেরকে সমাজ সচেতন নাগরিক ও কর্মদক্ষ নাগরিক গড়ে তুলতে হবে। আমাদের দেশের গার্মেন্টস শিল্প অর্থনীতির প্রধানতম হাতিয়ার। অথচ সেই গার্মেন্টগুলোতে ইঞ্জিনিয়ারিং পদে বিদেশীরা কাজ করে। এটা আমাদের জন্য ব্যর্থতা এবং দুঃখজনক। ড্যাফোডিল গ্রুপের বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে শিক্ষার্থীদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা করানো হবে জেনে আমি আনন্দিত হয়েছি। এর ফলে দেশের গার্মেন্টগুলোতে আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘চাঁদপুরের ছেলেমেয়েরা অনেক পরিশ্রমী। তাদের মাঝে শেখার মানসিকতা রয়েছে। তারা শিখতে চায়। তাই আমি ড্যাফোডিল গ্রুপের প্রতি অনুরোধ করবো বিদেশের শ্রমবাজারে আধুনিক যে খাতগুলোর চাহিদা বেশি সেই খাতগুলোর ওপর কোর্স চালু করা হোক।’
এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করার জন্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমিও আনন্দিত।’
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেভাবে সার্টিফিকেটমূলক শিক্ষাগ্রহণ করছে সেভাবে তাদের চাকরি হচ্ছে না। ফলে এদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। ড্যাফোডিল গ্রুপ তাই সার্টিফিকেটের পাশাপাশি কর্মদক্ষ মানবসমাজ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন বিভাগে প্রায় ৫ হাজার লোক কাজ করছে তার মধ্যে শুধুমাত্র চাঁদপুরের রয়েছে আড়াইহাজার। কিন্তু দুঃখের কথা হলো এখানে কর্মরত চাঁদপুরের লোকজন অফিসার পদে খুবই কম। এই জন্যই আমি চাঁদপুরে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছি। আমি সবসময়ই চাই আমাদের প্রতিষ্ঠানে চাঁদপুরের লোকজন বেশি কাজ করুক। আমি কথা দিচ্ছি এখান থেকে ডিপ্লোমা কোর্স শেষ করে কোনো শিক্ষার্থীর চাকরির চিন্তা করতে হবে না। আমাদের কোনো শিক্ষার্থী যদি উদ্যোক্তা হতে চায়, তবে আমরা আর্থিকভাবে সহযোগিতা করবো।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজন। আমাদের কর্মদক্ষ মানবসমাজ সৃষ্টির জন্যে কাজ করতে হবে। একজন ব্যবসায়ী সমাজে যতোবেশি অবদান রাখতে পারে, একজন চাকরিজীবী ততোবেশি অবদান রাখতে পারে না। তবে সমাজের সকল খাতেই যোগ্য লোকের প্রয়োজন আছে।’
বিদেশের কোনো স্কুলে নয় চাঁদপুরের বাবুরহাটের স্কুলে তার শিক্ষাজীবনের শুরু জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ যে, তারা আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘আমি যতোদিন বাঁচবো ততোদিন সমাজের জন্যে কাজ কবরো। কারণ আমার একার পক্ষে সম্ভব না সমাজের সকল লোকজনের জন্যে কিছু করার। শুধুমাত্র চাকরি দিয়ে সমাজের উন্নয়ন করা সম্ভব না, প্রয়োজন ব্যবসায়ী সৃষ্টি করা। তাই আমি চাই, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক।’
চাঁদপুরে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে, তাদের বিষয়ে সংবাদপত্রে লেখার জন্যে অনুরোধ জানিয় তিনি বলেন, ‘আপনারা যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত রয়েছেন, এ ব্যাপারে আপনাদের কিছু ভূমিকা রয়েছে। যে সব শিক্ষার্থী ভালো ফলাফল করছে এবং যারা ক্ষুদ্র ব্যবসা করে বড় কিছু কারার স্বপ্ন দেখে তাদের পত্রিকায় তুলে ধরুন। এতে করে অন্যরা উদ্বুদ্ধ হবে।’
বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহকারী পরিচালক একেএম পারভেজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাছান রিপন।
সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন বাংলাশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)-এর সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. আজহারুল ইসলাম। পরে অতিথিবৃন্দ ড্যাফোডিল গ্রুপের বাংলাশের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চাঁদপুর ক্যাম্পাসে প্রতীকী ফলক উন্মোচন করেন।
বিএসডিআই’র শিক্ষার্থীদের আরো দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা এবং নিশ্চিত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে চলতি সেশনে ভর্তির সাথে সাথেই একটি করে ফ্রি ল্যাপটপ প্রদান করা হবে। এতে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) ২০০৬ সাল থেকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার, সিভিল, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং, মেডিকেল টেকনোলজি বিষয়ে ডেন্টাল, ল্যাবরেটরি মেডিসিন এবং ফার্মেসি বিষয়ে মানসম্মতভাবে পরিচালনা করে আসছে।
এছাড়া ১ বছর মেয়াদী ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, টুরিজম ম্যানেজমেন্ট, ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন, ফুড এন্ড বেভারেজ সার্ভিস ছাড়াও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন কোর্স পরিচালিত হয়। এতে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী দক্ষতা অর্জন করে দেশে এবং দেশের বাহিরে তাদের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছে। এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে আজ থেকে চাঁদপুরে বিএসডিআই-এর পরিধি সম্প্রসারিত হচ্ছে।
শনিবার, ১৩ জুন ২০১৫ ০৯:৩৩ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।