Home / চাঁদপুর / চাঁদপুরের চার উপজেলায় ৯শ মে. টন পুষ্টি চাল বরাদ্দ

চাঁদপুরের চার উপজেলায় ৯শ মে. টন পুষ্টি চাল বরাদ্দ

চাঁদপুরের চার উপজেলায় দুঃস্থ মহিলাদের পুষ্টি চাহিদা পূরণে ৯ শ মেট্রিক টন চাল পুষ্টিমান সম্পন্ন বরাদ্দ দেয়া হয়েছে । মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস কর্তৃক এ তথ্য জানা গেছে ।

প্রাপ্ত তথ্যমতে , চাঁদপুরের মতলব দক্ষিণে ১ হাজার ৯শ ১৯ জনের জন্যে ১ শ ৭ মে.টন ও ফরিদগঞ্জে ১ হাজার ৭ শ ৮৪ জনের জন্যে ২ শ ১৫ মে. টন পুষ্টিমান সম্পন্ন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

মতলব উত্তরে ৬ হাজার ৮ শ ১৪ জনের জন্যে ৪শ ৪ মে.টন জন এবং কচুযায় ৯ হাজার ৩শ ১২ জন দুঃস্থ মহিলাদের জন্য ২শ ৭৯ মে. টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে ।

মহিলা বিষয়ক বিভাগ প্রত্যেক তালিকাভূক্ত পুষ্টি চাহিদা সম্পন্ন দুঃস্থ মহিলাদেরকে ৩০ কেজি করে বিতরণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে ।

আবদুল গনি , ২২ সেপেটম্বর ২০২০