চাঁদপুরের চান্দ্রায় বৃদ্ধার জীবনের মূল্য ৫০ হাজার টাকা!

‎Monday, ‎April ‎13, ‎2015  08:49:55 PM

শরীফুল ইসলাম :

চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় হারুন শেখ (৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হওয়ার পর তার জীবনের মূল্য ৫০ হাজার টাকা প্রতিদান দিয়ে বিষয়টির মিমাংসা করা হয়েছে।

এই ঘটনায় ট্র্যাংক লরির চালক শাহ আলমকে (৪৫) আটক করে কোনো মামলা না করায় তাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসলে ট্রাংক লরীর মালিক জাহাঙ্গীর ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা দিয়ে সমস্যা সমাধান করার পর পুলিশ ময়না তদন্ত ছাড়া লাশটি পরিবারের নিকট হস্তান্তর করে।

রোববার দুপুর সাড়ে ১২টায় মদিনা মার্কেট বাজারের সামনে এই ঘটনা ঘটে। মদনা ৬নং ওয়ার্ডের শেখ বাড়ির হারুন শেখ সাইকেলে চড়ে মদিনা মার্কেট বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করেই বিপরিত দিক থেকে আসা ভিটোমিন ট্রাংক লরিরটি (চট্রো মেট্রো, ঢ-৪১-০১৯৭) চালক তার উপর উঠিয়ে দেয়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/এসআই/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes

Share