Home / চাঁদপুর / চাঁদপুরের চলতি বছর কর আদায়ের লক্ষ্যমাত্রা ২৩০ কোটি টাকা
Taxes

চাঁদপুরের চলতি বছর কর আদায়ের লক্ষ্যমাত্রা ২৩০ কোটি টাকা

চাঁদপুরের ৩টি কর অঞ্চল থেকে চলতি ২৩-২৪ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩০ কোটি টাকা এবং সম্ভাব্য আয় কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১ লাখ ২ হাজার।

চাঁদপুরে কুমিল্লা কর অঞ্চলের ৩টি সার্কেলে চলতি অর্থবছরে ২৩০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে চাঁদপুরের উপ-কর কমিশনের কার্যলয় সূত্রে ১০ আগস্ট এ তথ্যে জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, সার্কেল ১৮ এর চাঁদপুর সদরের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তাদের বেতন কর আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫৫ কোটি টাকা এবং এতে তালিকাভূক্ত সম্ভাব্য করদাতার সংখ্যা হলো ৩৪ হাজার জন ।

সার্কেল ১৯ অঞ্চলের কর আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৫ কোটি টাকা এবং এতে তালিকাভূক্ত কর দাতার সংখ্যা হলো ৪৪ হাজার জন ।

সার্কেল ২১ এর কর আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪০ কোটি টাকা। এতে তালিকাভূক্ত কর দাতার সংখ্যা হলো ২৪ হাজার জন ।

তথ্যমতে, চাঁদপুর কর অঞ্চল ৩ ভাগে বিভক্ত। এগুলো হলো : সার্কেল ১৮,১৯ ও ২১। সার্কেল ১৮ হলো-চাঁদপুর সদরের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তাদের বেতন, চাঁদপুর সদরের একাংশ ও ফরিদগঞ্জ, সার্কেল ১৯ হলো-মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর ও চাঁদপুর সদর। সার্কেল ২১ হলো-কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা। জানা যায়- মে ও জুন মাসেই করদাতাগণ আয়কর রিটার্ন দাখিল করেন বেশি।

আবদুল গনি,
১৩ আগস্ট ২০২৩