Home / চাঁদপুর / চাঁদপুরের চরাঞ্চলে সাঁতার না জানা শিশুদের দুরন্তপনা
Child Durantopona

চাঁদপুরের চরাঞ্চলে সাঁতার না জানা শিশুদের দুরন্তপনা

শিশুরা অবুঝ হলেও সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে ওঠে। রুটিনমাফিক পড়ালেখার ফাঁকে তাই ওরা ঘর থেকে বেরিয়ে পড়েছে, আর নৌকা নিয়ে মেতেছে মনের আনন্দে।

শহরের শিশুরা এসব উচ্ছাস-আনন্দ না পলেও গ্রামের শিশুরা তা একদাফ এগিয়ে। ছবিতে যে শিশুরা নৌকা চালাচ্ছে তারা সবাই অবুঝ শিশু। বয়স ৪ থেকে ৭ হবে।

রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়ন থেকে এমন চিত্র তুলে প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়েছে। যারা নৌকা নিয়ে দুরন্তপনায় মেতে রয়েছে এর মথ্যে কেউই সাঁতার জানে না।

হয়তো সামান্য দুরন্তপনায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। চরাঞ্চলের মানুষ একটু অসেচতন হওয়ায় প্রতিবছর পানিতে ডুবে অসংখ্য শিশুর প্রাণহানী ঘটছে। তাই এসব অবুঝ শিশুদের এভাবে নৌকা চালাতে দেয়ার ক্ষেত্রে অভিভাবক সচেতনতা জরুরি।

শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ৯ : ০০ পিএম, ২৭ আগস্ট ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply