Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরের ঘাসিপুরে বসতঘরে আগুন : ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
atoshbaji-agun
ফাইল ছবি

চাঁদপুরের ঘাসিপুরে বসতঘরে আগুন : ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুর সদর উপজেলার নানুপুর সুইজ গেট সংলগ্ন ঘাসিপুর পাটওয়ারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (২৬ নভেম্বর) রাত ১০ টার দিকে স্থানীয় পাটওয়ারী বাড়ির রফিক কাজীর বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে রফিক কাজীর ছোট ছেলে মহিউদ্দিন পাটওয়ারীসহ তার পরিবারের ৩ জন আহত ও ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তার বড় ছেলে বাহাউদ্দিন পাটওয়ারী।

আগুনের খবর চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন (উত্তর) টেলিফোনে চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

বাহাউদ্দিন পাটওয়ারী চাঁদপুর টাইমসকে জানান, রাত ১০ টার দিকে তাদের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই পাশের আরেকটি ঘরসহ মোট দুইটি ঘর আগুনে ছাই হয়ে। আগুনে তাদের ঘরে থাকায় সকল আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ সবকিছু পড়ে যায়।

পরে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশনের সিনিয়র অফিসার ফারুক আহমেদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে ফিরে এসে স্টেশনে পৌঁছায়নি।

প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত রফিক পাটওয়ারী চাঁদপুর পৌর ৭,৮ নং ওয়ার্ডের রেজিস্টারভুক্ত কাজী।

আহম্মদ উল্যাহ
: আপডেট, বাংলাদেশ ১১ : ০৩ পিএম, ২৬ নভেম্বর, ২০১৭ রোববারstrong>
ডিএইচ

Leave a Reply