ফরিদগঞ্জ

চাঁদপুরের কৃতি সন্তান মাকছুদ পাটওয়ারী ভূমি সচিব হিসেবে যোগদান

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা সকদি পাটওয়ারী বাড়ির কৃর্তী সন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব(ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেন। তিনি তাঁর বর্নাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক, সাংস্কৃতিক মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব এবং টাঙ্গাইলের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

সচিব মাকছুদ পাটওয়ারীর পিতা মরহুম বদিউজ্জামান পাটওয়ারীি ও মাতা মোসাম্মাৎ আশরাফুন্নেছা এবং চাঁদপুর শহরের পুরাণবাজারেরর স্বনামধন্য ব্যবসায়ী মরহুম তাজুল ইসলাম তাজু হাজীর জামাতা ও চাঁদপুর চেম্বারের পরিচালক রোটা.মাইনুল ইসলাম কিশোর ও ব্যারিস্টার জহির উদ্দিন বাবর এর বড় ভগ্নিপতি।তিনি ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।

মাকছুর রহমান পাটওয়ারির সফলতা কামনা করে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। তিনি তাঁর দায়িত্ব পালনে চাঁদপুরবাসীর দোয়া কামনা করেছেন। ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।

আশিক বিন রহিম।
৩১ অক্টোবর,২০১৮

Share