Home / চাঁদপুর / ’চাঁদপুরের কৃতি সন্তান আইজিপির পদোন্নয়ন’
’চাঁদপুরের কৃতি সন্তান আইজিপির পদোন্নয়ন’

’চাঁদপুরের কৃতি সন্তান আইজিপির পদোন্নয়ন’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সহকারি সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীকে সিনিয়র সচিব পদমর্যদায় পদায়ন করে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সহকারি সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, ড. জাবেদ পাটোয়ারী গত ডিসেম্বরে আইজিপি হিসেবে নিয়োগ পান। ৩১ জানুয়ারি তিনি পুলিশ সদর দফতরে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।

বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচা’ এর বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০এ.এম, ৪ জুন২০১৮,সোমবার
কে.এইচ

Leave a Reply