চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকদ্রব্য সেবন করে বৃদ্ধ মাকে মারধর করার অভিযোগে সোমবার(১৭ অক্টোবর) নেছার আহমেদ পলাশকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কচুয়ার থানার এসআই ওয়াজেদ আলী জানান, উপজেলার আমুজান গ্রামের হাজী বাড়ির মাদকসেবী পলাশ সোমবার সকালে মাদকদ্রব্য সেবন করে তার বৃদ্ধ মা সাজেদা বেগমকে মারধর করে।খবর পেয়ে পুলিশ তাকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন তাকে দু’বছরের বিনাশ্রম কারাদান্ড প্রদান করেন।
<strong> নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৯:৫২ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
এইউ </strong>
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur