কচুয়া

চাঁদপুরের কচুয়ায় দর্শক মাতিয়ে গেলেন মমতাজ

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে দর্শকদের মাতিয়ে গেলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।

সাচার উচ্চ বিদ্যালয়ে ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবন উদ্বোধন ও সংবর্ধনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি।

সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া।
এ সময় মমতাজ বেগম এমপি ‘যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা বহমান, ততদিন রবে শেখ মজিবুর রহমান’, ‘আকাশটা কাঁপছিল কেন?’ ‘সুয়াচাঁন পাখি’, ‘বন্ধু যখন বউ লইয়া-আমার বাড়ির সামনে দিয়া’, ‘তোমার কেন জ্বলেরে বন্ধু তোমার কেন জ্বলে’, ‘তোমার লাগি পাংখা পাংখা’, ‘নান্টু ঘটকের কথা শুইনা’, ‘মায়ের কান্দন যাবৎ জীবন’, ‘আমার ঘুম ভাঙ্গিয়ে নিলরে মরার কোকিলে’ প্রভৃতি সঙ্গীত পরিবেশন করে উপস্থিত হাজার হাজার শ্রোতা-দর্শককে মাতিয়ে তোলেন।

রাত ৮ টায় সাচার উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানস্থলে কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপিকে ক্রেস্ট, শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও অনুষ্ঠান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

রাত সাড়ে ৯টায় অনুষ্ঠান শেষ করে মততাজ বেগম এমপি ঢাকার উদ্দেশ্যে সাচার ত্যাগ করেন।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, এএসপি সার্কেল (হাজীগঞ্জ) আবদুল হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি শহিদ দর্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, আওয়ামী লীগ নেতা তিমির সেন গুপ্ত, মোস্তাফিজুর রহমান জুয়েল, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, উপজেলা যুবলীগের নাজমুল আলম স্বপন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভূঁইয়া ফয়েজ উল্লাহ মানিক, ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ।

শনিবার, ১৩ জুন ২০১৫ ১০:৫৩ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share