চাঁদপুরের শাহরাস্তি উপজেলা চিতোষী ডিগ্রী কলেজ কেন্দ্রে বন্ধুর হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আফলাতুন হোসাইন (১৯) নামক এক ভুয়া পরীক্ষার্থী আটক করা হয়েছে।
চিতোষী ডিগ্রী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম পিতা আনোয়ার হোসেন গেলেঅ বছর ব্যবসা সংগঠন বিষয়ে অকৃতকার্য হয়। যার রোল নং-৫৭০২৫৫, রেজিঃ-১০১১১৫৯৯৯৮।
কিছু দিন পূর্বে সে বিদেশে চলে যাওয়ায় তার পরীক্ষা ওই বন্ধু ব্যবসা সংগঠন প্রথম পত্র দিয়েছিল। ৮ মে রোববার ২য় পত্র পরীক্ষা দেওয়ার সময় কক্ষ পরিদর্শক প্রভাষক আবদুল কাদের ছবির সাথে তার চেহারার মিল না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করে ।
পরে তিনি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার বানু তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান দিয়ে জেল হাজতে পাঠান।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]
: আপডেট ১০:৩৫ পিএম, ০৯ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur