Tuesday, 12 May, 2015 3 : 20 : 47 PM
কচুয়া করেসপন্ডেন্ট, চাঁদপুর :
চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রামে মিয়াজী বাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান রাখেন হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা শাহ্ আহমদ শফী ।
রোববারে রাতে দোয়া মাহফিলে হযরত মাওলানা ফজলে এলাহী পীর সাহেবের সভাপতিত্বে ও ঢাকা কামরাঙ্গা মসজিদের খতিব মুফতি জিয়াউর রহমান আহমাদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কচুয়া জামেয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফা, উজানী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আঃ রহমান, কচুয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মোঃ শালমান মিয়াজী, ঢাকা মাদ্রাসার মাওলানা এহতাসামুল হক, মুফতি খালেদ জামানী, মাওলানা আনোয়ার উল্যাহ, মাওলানা হেদায়াত উল্যাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওবায়েদুল্লাহ, চান্দিনা মসজিদের খতিব ফজলুল করীম ও শিব্বির আহমাদ প্রমুখ। আলোচনা সভা শেষে আল্লামা শাহ্ আহ্মাদ শফী তাঁর খলিফা মরহুম বোরহান উদ্দিন মিয়াজীর কবর জেয়ারত করেন। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী মাসুদ মিয়াজী, আবুল কালাম খান, জামিল মিয়াজী, লিমন মিয়াজী, রাজু মিয়াজী।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ-২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur