চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের গুলবাহার বাজার, রঘুনাথপুর বাজার, চৌমুহনী বাজার, কাদলা বাজারসহ ওই ইউনিয়নের সকল বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত। রবিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদের নির্দেশে প্রতিটি বাজারের চুরি ছিনতাই রোধ করতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং বিভিন্ন সমস্য চিন্নিত করে উন্নয়নের আওতায় আনতে এ মতবিনিময় সভা করা হয়।
ইউপি সদস্য কাউছার প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মো. রুহুল আমিন, রঘুনাথপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাসুদ মিয়া, ইউপি সদস্য মোশাররফ হোসেন, শাহ আলম পাটওয়ারী, মিজানুর রহমানসহ আরো অনেকে। এসময় কাদলা ইউনিয়নের বিভিন্ন বাজার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur