বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুরের জনপ্রিয় ছাত্রনেতা জান্নাতুল বাকী বিল্লাহ উপম পাটওয়ারী।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীকে শুভেচ্ছা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন উপম পাটওয়ারী। ছাত্রলীগের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উপম পাটওয়ারী চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা। তার পিতা আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
তার বড় চাচা মো. ওমর পাটওয়ারী চাঁদপুর শহর আওয়ামী লীগের অর্থ সম্পাদক, মেঝো চাচা মো. আবু পাটওয়ারী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছোট চাচা অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩৬ পিএম, ২৬ মে ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur