তীব্র তাপদাহ মধ্যেই জমে উঠেছে চাঁদপুরের ঈদ বাজার

চাঁদপুরসহ সারাদেশে চলছে তাপদাহ। রমজানের শেষলগ্নে তাপদাহর সাথে উত্তাপ ছড়ানো ঝাঁঝালো রোদ, সাথে তীব্র গরম। তবুও যেন থেমে নেই ঈদের কেনাকাটা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরে জমজমাট ঈদ বাজার। এই তাপদাহ উপেক্ষা করে ঈদ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড়।

ঈদের আনন্দটুকু পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে প্রিয় জনের জন্য পছন্দের পোশাক কিনতে ক্রেতাদের ক্লান্তিকর ছুটাছুটি।

চাঁদপুর শহরে সকাল থেকে রাত পযর্ন্ত কিছু কিছু মার্কেটে কেনাকাটা চলছে। তবে শহরের রেলওয়ে হকার্স মার্কেটে কেনাকাটার ব্যস্ত চিত্র দেখা গেছে। এমনকি যারা দিনের বেলা গরম ও যানজট এবং মানুষের ভিড় এড়িয়ে নিরিবিলিতে কেনাকাটা করতে চান, তারাই ইফতারির পর ভিড় করছেন হকার্স মার্কেটসহ অন্যান্য মার্কেটে।

এবারের পোশাকে নতুনত্বের সঙ্গে দামের তারতম্য রয়েছে। প্রতিটি পোশাকেরই দাম কিছুটা বেড়েছে।

এবারের ঈদ আয়োজনে রয়েছে- শিশুদের শার্ট, ফতুয়া, শর্ট স্লিভ, ফুল স্লিভ, লং প্যান্ট, কোয়ার্টার প্যান্ট ও বিভিন্ন রংয়ের পাঞ্জাবি। এছাড়া মেয়ে শিশুদের জন্য রয়েছে- ফ্রক, পার্টি ফ্রক, ফ্যাশন টপস, থ্রি পিস, জাম্প স্যুট, নীমা সেট, টপ বটম সেট, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট ও কার্গো।

গত বছরের এবার বিক্রি বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৭ এপ্রিল ২০২৩

Share