উপজেলা সংবাদ

‘চাঁদপুরের ইলিশ পৃথিবীখ্যাত হলেও উৎপাদনে পিছিয়ে’

আশিক বিন রহিম | আপডেট: ১০:২৩ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫, সোমবার

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘চাঁদপুরের ইলিশ পৃথিবী বিখ্যাত। এখানকার ইলিশ অত্যন্ত সুস্বাদু অথচ ইলিশ উৎপাদনে অন্যান্য জেলার চেয়ে চাঁদপুর অনেক পিছিয়ে আছে।’

সোমবার সকালে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ হলে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুরের জেলা প্রশাসক আরো বলেন, ‘আমার কাছে মনে হয় চাঁদপুর জেলা মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। মিঠা পানিতে মাছ চাষে বাংলাদেশ বর্তমানে ৪র্থ স্থানে রয়েছে। মাছ চাষে আমার দায়িত্ব পালনে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।’

এ সময় তিনি আরো বলেন, ‘এই ইলিশ উৎপাদনে যে কোন ক্ষতির বিনিময়ে হলেও আমরা আগামী নভেম্বর থেকে জুন পর্যন্ত মা এবং জাটকা ইলিশের অভায়ারণ্য করবো। যতটা কঠোর হওয়া প্রয়োজন এবার আমরা ততোটাই হবো। এবার আমরা মায়া-দয়াহীনভাবে আইন প্রয়োগ করবো। সর্বোচ্চ শাস্তির ভিত্তিতে এবার আমরা আইন প্রয়োগ করবো। সকল প্রকার পদ্ধতি ব্যবহার করে আমরা এবার মাছ নিধন রোধ করবো। আপনারা আমাদেরকে যেসব সমস্যার কথা বলেছেন, তা নিরূপনে আমরা কাজ করবো।’

চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট নূরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বদরুন্নাহার চৌধুরী, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর গাজী, হ্যাচারি মালিক বিল্লাল হোসেন খান, খাঁচা মাছ চাষী আলমগীর মিয়াজী, কান্ট্রি বোট সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মালেক দেওয়ান ও মৎস্যজীবী তসলিম বেপারী।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share