Home / চাঁদপুর / চাঁদপুরের ইলিশ নিয়ে আমি কাজ করবো : মো. আব্দুস সবুর মন্ডল
চাঁদপুরের ইলিশ নিয়ে আমি কাজ করবো : মো. আব্দুস সবুর মন্ডল

চাঁদপুরের ইলিশ নিয়ে আমি কাজ করবো : মো. আব্দুস সবুর মন্ডল

শরীফুল ইসলাম :

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতিসেবীদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘আমি চাঁদপুরে এসে বুঝতে পেরেছি সংস্কৃতিকর্মীদের কিছু চাহিদা আছে। আমি কথা দিচ্ছি, পর্যায়ক্রমে আপনাদের চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করবো। ইলিশ চাঁদপুরের গর্ব, ইলিশকে কীভাবে সকলের মাঝে সমন্বয় করা যায় তার ব্যবস্থা করবো। চাঁদপুরের ইলিশ নিয়ে আমি কাজ করবো। ঈদের পর আমি সকলকে নিয়ে ইলিশ রক্ষা ও সংরক্ষণ করা যায় সেই লক্ষ্যে কাজ করবো। তার জন্য চাঁদপুরবাসীর সহযোগিতা ছাড়া কিছুই করতে পারবো না। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে চাঁদপুর নয়, পুরো বাংলাদেশে মাদক একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাপারে সমাজের সকল নাগরিকের সচেতনতা থাকা দরকার। আমি সামাজিক আন্দোলনের জন্যে সকল কাজ করতে প্রস্তুত। আপনাদের চাহিদা আশা করি দ্রুত মেটাতে পারবো। জেলা প্রশাসক সব সময় আপনাদের কাছে সহায়ক হিসেবে কাজ করবে।’

এছাড়াও মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য ও অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, নির্বাহী সদস্য তপন সরকার, রূপালী চম্পক, খেলাঘর আসরের সভাপতি হাফেজ আহমদ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০২:৪৩ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি