চাঁদপুরের ইতিহাস তৈরিকরণে সকলের সহযোগিতা প্রয়োজন : জেলা প্রশাসক

আনোয়ারুল হক  || আপডেট: ০৮:৫৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫,  মঙ্গলবার

 
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সেল, জেলা উন্নয়ন পর্যালোচনা কমিটি, চাঁদপুর ফাউন্ডেশন, চাঁদপুর ইতিহাস প্রণয়ন কমিটি ও জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিরসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, “চাঁদপুরের ইতিহাস তৈরিকরনে সকলের সহযোগিতা প্রয়োজন। এ দেশ স্বাধীন করতে মুক্তিযোদ্ধা, কবি, লেখক, সাহিত্যিকসহ যারা অবদান রেখেছেন তাদের স্মরণ এই ইতিহাসে ভূমিকা তুলে ধরা হবে।”

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম দেলওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ এসএম সহিদ উল্লাহ, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সুবাস চন্দ্র রায়, পরিচালক তমাল কুমার ঘোষ, মতলব সূর্যমুখী কচিকাঁচার মেলার পরিচালক মাকসুদুল হক বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share