Home / চাঁদপুর / চাঁদপুরের অপহরণ মামলার আসামী মৌলভীবাজারে আটক
চাঁদপুরের অপহরণ মামলার আসামী মৌলভীবাজারে আটক

চাঁদপুরের অপহরণ মামলার আসামী মৌলভীবাজারে আটক

চাঁদপুরে কিশোরী অপহরণ মামলার আসামীকে মৌলভী বাজার থেকে আটক চাঁদপুর মডেল থানা পুলিশ। মৌলভীবাজার বড়লেখা এলাকা থেকে সোমবার (৩ অক্টোবর) ভোর ৫ টায় আটক করে বিকেল ৫টায় চাঁদপুরে পৌছে।

আটকৃত যুবক চাঁদপুর সদরের তরপুরচন্ডি এলাকার কুদ্দুস ছৈয়ালের পুত্র আল-আমিন ছৈয়াল (২৩)।

গত ১২ সেপ্টেম্বর চাঁদপুর মডেল থানায় কিশোরীর পিতা মিজানুর রহমান অপহরণ মামলায় দায়ের করেন। মামলা নং -৩২, এর ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ভূইয়া চাঁদপুর টাইমসকে জানায় ‘অপহরণের মামলা ভিত্তিতে মৌলভীবাজার বড়লেখা এলাকা থেকে রোববার ভোর ৫ টায় আটক করে চাঁদপুর নিয়ে আসা হয়। বিকেল ৫ টায় চাঁদপুরে নিয়ে আসা হয়, মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।’

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০০ পিএম, ০৩ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]

Leave a Reply