চাঁদপুর শহরের বিভিন্ন এলাকাতে রাতে ও ভোরে বৃষ্টি হওয়ার কারনে, শনিবার (২ সেপ্টেম্বর) সকালের ঈদুল আযহার নামাজ ঈদগাহ মাঠে না হয়ে মসজিদে আদায় হয়েছে। শহরের বিভিন্ন এলাকার এ খবর নিয়ে নামাজের বিষয়টি জানা গেছে।
চাঁদপুৃর সরকারি কলেজ মাঠ, চাঁদপুর আউটার স্টেডিয়াম, হাসান আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ঈদগাহ মাঠ ভেজা থাকার কারনে মাঠ নামাজ পড়ার উপযোগী ছিল না। সদরের প্রায় প্রতিটি ওয়ার্ডে সকালের আবহাওয়া দেখে সিধান্ত হয় নামাজের স্থান নির্ধারণের।
তাই বিভিন্ন জায়গায় দুই দফায় নামাজ অনুষ্ঠিত হওয়ার খবরও পাওয়া যায়। নিদ্ধারিত স্থান মসজিদের মাইকে ঘোষণার মাধ্যমে মুসল্লিদের তা জানিয়ে দেয়া হয় ।
তবে চাঁদপুরে সকাল থেকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও পরে কিছুটা রোদের দেখা পাওয়া যায়। এতে করে চাঁদপুর শহরের বাসিন্দা ও অভিমুখী মানুষগুলো কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে।
শরীফুল ইসলাম,চাঁদপুর :
: আপডেট, বাংলাদেশ ৩: ০০ পিএম, ০২ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur