চাঁদপুরের অতীত ও ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে হবে : মোস্তফা খান সফরী

চাঁদপুরের কৃতি সন্তান,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন,হাজারো বছরের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম জেলা চাঁদপুর।
এই জেলার অতীত ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আগামীতে চাঁদপুরকে আরো এগিয়ে নিতে হবে। শুধু দেশেই নয়, চাঁদপুরের কৃতি সন্তানরা নানাভাবে সারা বিশ্বে চাঁদপুরকে আলোকিত এবং উজ্জ্বল করে রেখেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীর জন্য চাঁদপুরের অতীত ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে সে দায়িত্ব আপনাদের নিতে হবে।

১৫ মার্চ শনিবার মোস্তফা খান সফরি চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার কৃতি সন্তানঢাকা বিশ্বিবদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপির রাজনীতি করি, পবিত্র মাহে রমজানে আপনাদের কাছে আমার নেত্রী, আমার মা সমতুল্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের জন্য দোয়া চাই।

এছাড়াও তিনি সকল কিছুর উর্ধ্বে রেখে চাঁদপুরের ঐক্য অব্যাহত রাখার আহবান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলবের কৃতি সন্তান,সাবেক সচিব জাকির হোসেন জামাল, নায়েমের সাবেক পরিচালক ডঃ লোকমান হোসেন, ,প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা মো কাইয়ূম কিরন, অ্যাডঃ আশরাফুল ইসলাম।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববদ্যালয়ের কর্মকর্তা মনিরুজ্জামান মনির,ডুসাম সভাপতি মো শাকিল আহমেদ,সম্পাদক মো সায়েম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, ১৫ মার্চ ২০২৫

Share