চাঁদপুর

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের পিতার ইন্তেকাল

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান গত ১২ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে … রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও আত্মীয়স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মো. হাবিবুর রহমান মুক্তিযুদ্ধকালীন ৩ নং সেক্টরে যুদ্ধ করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মুন্সিবাড়ির (বড়বাড়ি) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তাকে রোববার বিকেল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাধি করা হয়।

মরহুমের নামাজে জানাজায় কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক, সরকারি কর্মকর্তা/ কর্মচারী, ইউপি চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৭:৫৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর  

Share