চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক জানা যায়, হোটেলে অপরিচ্ছন্নতা, ভেজাল খাবার, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও কনফেকশনারিতে ভেজাল খাবার রাখায় বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। পুরো রমজান জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- শরীফুল ইসলাম